34.5 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

দাগির প্রথম গানে ফুটে উঠেছে নিশো-তমার প্রেমের গল্প

এই ঈদে বড় পর্দায় মুক্তি পাচ্ছে শিহাব শাহীনের নতুন সিনেমা ‘দাগি’। যেখানে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও তমা মির্জা। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম গান ‘একটুখানি মন’, যা তুলে ধরেছে নিশো ও তমার প্রেমের গল্প।

১ মিনিট ৪২ সেকেন্ডের এই গানের ভিডিওতে সিনেমার বেশ কিছু নতুন দৃশ্য উঠে এসেছে। দেখা গেছে নিশো ও তমা মির্জাকে রোম্যান্টিক আবহে, পাশাপাশি কিছু ভিন্ন লুকেও পাওয়া গেছে তাদের। তবে গত ১১ মার্চ প্রকাশিত টিজারে এমন কিছু দেখা যায়নি।

প্রকাশের পরপরই গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গানটির ভিউ প্রায় ৮০ হাজার ছুঁয়েছে।

গানের কথা লিখেছেন সাদাত হোসেন, সুর-সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার, আর গানটি গেয়েছেন তাহসান ও মাশা।

গানটির গল্প আবর্তিত হয়েছে নিশান ও জেরিন নামে দুই চরিত্রের প্রেমকাহিনি ঘিরে। জেরিনের ইচ্ছে, নিশানের জন্য ফুল কুড়িয়ে দেওয়া, তার চোখে তাকিয়ে মিষ্টি হাসা, আর সেই সঙ্গে কিছু ভুলও করা।

অন্যদিকে, নিশান চায় জেরিনকে ভেবে সন্ধ্যা নামাতে, অভিমান ভুলে ফিরে আসতে।

জেরিনও জানে, নিশান তাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। নিশানও দৃঢ়ভাবে বিশ্বাস করে, তার জন্ম-মৃত্যু সবকিছুই জেরিনের সঙ্গেই জড়িত।

উল্লেখ্য, সিনেমায় নিশান ও জেরিন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা।

এনএ/

দেখুন: গানে গানে ডাকি মাওলা তোমারে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন