গণপরিবহনে স্বাস্থ্যবিধি উপেক্ষিত, রাজধানীতে বাইরে থেকে আসা-যাওয়াও থামেনি। এদিকে, জনসাধারণের আচরণও খামখেয়ালি। তাহলে সরকারি কঠোর বিধিনিষেধে লাভ কি হলো- তা নিয়েই এখন প্রশ্ন।
সপ্তাহের শেষ কার্যদিবস। রাজধানীর ফার্মগেইট, কারওয়ান বাজার, মগবাজার, মিরপুর- সবখানেই গণপরিবহনের চলাচল স্বাভাবিক। তবে, যাত্রীর সংখ্যা বেশ কম।
যানবাহনে স্বাস্থ্যবিধি মানার কথা কঠোরভাবে। কিন্তু, সেটা কি সম্ভব? আর জনসাধারণের আগ্রহও কি আছে ততোটা?
দূরপাল্লার বাস বন্ধ। কিন্তু, রাজধানীতে অবাধে আসা-যাওয়া কি কমেছে? কোনো না কোনো উপায়, ঠিকই বের করে নিচ্ছে মানুষ।
দারুস সালাম ট্রাফিক জোনের ইন্সপেক্টর মাহবুব আলম, রাজধানীর বিভিন্ন প্রবেশপথে বাড়তি গাড়ীর চাপও চোখে পড়ছে। দেখা দিচ্ছে যানজটও।
সব মিলিয়ে পরিস্থিতি যেনো- বজ্র আঁটুনি, ফসকা গেরো। অর্থাৎ, একদিকে বিধিনিষেধ কঠোর, আর অন্যদিকে, চলছে সবই। ফলাফল, করোনার সংক্রমণে এখন ব্যাপক উর্ধ্বগতি।
রাকা/ফই
Leave a Reply