অবৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রচারণা চালাচ্ছে একটি মহল। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্লাটফর্মে চলছে এই চক্রান্ত। প্রবাসীদের এসব গুজবে কান না দিয়ে, বৈধভাবে টাকা পাঠানোর পরামর্শ, বাংলাদেশ দুবাই কনস্যুলেট ও কমিউনিটি নেতাদের।
বাংলাদেশের চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে, রেমিটেন্সের প্রবাহ কিছুটা স্থবির হয়ে গেলেও, দ্রতই ফেরার প্রত্যাশা সংশ্লিষ্টদের। তবে এই সুযোগে সোশ্যাল মিডিয়ায় একটি মহল মেতেছে চক্রান্তে। বাংলাদেশে রেমিটেন্স না পাঠানোর জন্য প্রচারণায় নেমেছে তারা।
এ ব্যাপারে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন জানান, হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ ধর্মীয়ভাবে হারাম। কষ্টার্জিত অর্থ দিয়ে পাপ না কেনার অনুরোধ তার।
দেশের বিরুদ্ধে এই ধরনের প্রচারণাকে আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন প্রবাসীরা।
শুধু রেমিটেন্স নিয়েই নয়, বাংলাদেশের এয়ারপোর্ট, ইমিগ্রেশন ও শুল্ক বিভাগ নিয়েও, ভুয়া প্রচারণা চালানো হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।