১৬/০৬/২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ
32 C
Dhaka
১৬/০৬/২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ

গুমবিরোধী জাতিসংঘের সনদে সই করল বাংলাদেশ

গুম থেকে নাগরিকদের সুরক্ষায় জাতিসংঘের গুমবিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পার্সনস ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করেন। এই কনভেনশনে স্বাক্ষরের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের জন্য সরকার বা এর কোনও প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে ভূমিকা রাখবে জাতিসংঘ।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগের দিন আমাদের এ পদক্ষেপ একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। এটি একটি ঐতিহাসিক ঘটনা।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা গত ১৫ বছর তার স্বৈরাচারী শাসনামলে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে যতগুলো গুমের ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে।’

এর আগে, বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠক শুরু হয়। জাণা গেছে, বৈঠকটি শেষ হবে দুপুর আড়াইটায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন