24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

খালেদা জিয়ার গুলশানের বাসায় সেনাপ্রধান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার গুলশানের বাসভবনে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় সেনাপ্রধান খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাতে যান। তিনি প্রায় ৪০ মিনিটের মতো সেখানে ছিলেন। 

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ‘আজ রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাস ভবনে আসেন সেনাপ্রধান। তিনি গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে আসেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর স্বাগতম জানিয়েছেন সেনাপ্রধানকে। বিএনপি চেয়ারপার্সন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন সেনাপ্রধান।’ 

শায়রুল কবির খান জানান সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণীও ছিলেন।

এনএ/

আরও পড়ুন: সিএমএইচ থেকে গুলশানের বাসায় যাচ্ছেন বিএনপি মহাসচিব

দেখুন: যে কারণে ২১ ডিসেম্বর জনসমাবেশে থাকবেন খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন