পুলিশেরই গুলিতে মরলো পুলিশের ছেলে। একজনকে মারতে কয়টা গুলি লাগে? এমন নানা প্রশ্নে চোখের জলে ভাসছেন কোটা আন্দোলনে নিহত ইমাম হাসান তাইয়েমের মা। গত ২০ জুলাই যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় সে।
সন্তান হারা শোকে স্তব্ধ হয়ে গেছেন মা। শুকিয়ে গেছে চোখের পানি। পুলিশের গুলিতে নিহত ছেলে ইমাম হাসানের ছবির দিকে তাকিয়ে থাকেন সারাক্ষণ।
মাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ফুটেজে দেখা যায় ইমামকে একদম কাছ থেকে পুলিশ গুলি করছে। এক বন্ধু আহত অবস্থায় তাকে টেনে নেওয়ার চেষ্টা করছে। একপর্যায়ে ওই বন্ধুও উপায় নেই দেখে তাকে ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে, আর পুলিশ তখনো গুলি করছে।
ঘটনাগুলো এরকম আরো শত শত ঘটনা রয়েছে পুলিশের বিরুদ্ধে। অনেক ঘটনার চাক্ষুস প্রমাণও রয়েছে। সঠিক বিচার কতটা বাস্তবায়ন সম্ভব হবে?
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে গত ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা পদচারী–সেতুর কাছে মারা যান ইমাম হাসান। সে নারায়ণগঞ্জের সরকারি আদমজী নগর এমডব্লিউ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।