গোপালগঞ্জে নানা আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল।
বিজ্ঞাপন
গতকাল শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় জেলা শহরের বড় বাজারে অবস্থিত শ্রমিকদলের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়।
জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য জেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, জেলা দায়রা জজ আদালতের পিপি বিএনপি নেতা এ্যডভোকেট আবুল খায়ের, নারী ও শিশু আদালতের পিপি তৌফিকুল ইসলাম শ্রমিকদল নেতা এস এম মাহমুদ সহ শ্রমিকদলের নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এনএ/


