39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

গোপালগঞ্জে ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর গোপালগঞ্জে সদরে নিজ বাড়ির ভাড়াটিয়ার ঘর এর ভিতর থেকে বস্তাবন্দী অবস্থায় মুহিন মোল্লা (১২)নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ভাড়াটিয়া সহ চারজন কে আটক করেছে পুলিশ।

রবিবার ২৩ ফেব্রুয়ারী দিবাগত রাতে সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া এলাকার ইউপি সদস্য মঞ্জুর মোল্লার ভাড়াটিয়ার ঘরের ট্রাঙ্কের ভেতর থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

নিহত মুহিন মোল্লা সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ইউপি সদস্য মঞ্জুর মোল্লার ছেলে। সে পার্শ্ববর্তী রাবেয়া আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন,

ওই ছেলেটি তিন দিন আগে নিখোজ হয়। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। নিখোঁজের তিনদিন পর গত রাতে নিজ বাড়ির ভাড়াটিয়ার ঘরের ট্রাঙ্কের ভিতর থেকে থেকে ওই ছেলের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ভাড়াটিয়া সহ চারজন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

পড়ুন:গোপালগঞ্জে বাসের পিছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২

দেখুন : সোলেমান হাজারী এখন গোপালগঞ্জে ।

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন