গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। শনিবার ভোরে সদর উপজেলার বোড়াশী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার উপ পরিদর্শক ফয়জুর রহমান জানান, শনিবার ভোরে সদর উপজেলার গোবরা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মধ্যবয়সী এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

গোপালগঞ্জে সদর থানার অফিসার ইনচার্জ মিরে মোহাম্মদ সাজেদুর রহমান বলেন,
ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে নারীর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
পড়ুন: গোপালগঞ্জর কোটালীপাড়ায় পুকুরে ভেসে উঠলো নারীর অর্ধগলিত লাশ
দেখুন: ৮ বছর ধরে ঝুলছে সেতু, ঝুলে আছে মানুষের ভাগ্য |
ইম/