29.3 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

পরকীয়ায় অভিযোগ, ভাঙছে গোবিন্দর ৩৭ বছরের সংসার!

বলিউডের সুখী দম্পতি হিসেবে পরিচিত ছিল গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা। দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবনে একে অপরকে সহযাত্রী হিসেবে পাশে পাওয়া এই দম্পতি এবার নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। সম্প্রতি, সুনীতা আহুজা তার স্বামী গোবিন্দের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন, যা বলিউডের শোবিজ মহলে তোলপাড় সৃষ্টি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অর্ধেক বয়সী এক মারাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন, এবং তার সঙ্গেই সময় কাটাচ্ছেন। সুনীতা তার স্বামীর এই সম্পর্ক নিয়ে বেশ উদ্বিগ্ন। এক সাক্ষাৎকারে তিনি জানান, আগে তারা দাম্পত্যে নিরাপদ বোধ করতেন, কিন্তু এখন আর তা নেই। বর্তমানে তার বয়স ৬০-এর বেশি, আর সুনীতা জানেন না কিভাবে তার স্বামী এই বয়সে এমন সিদ্ধান্ত নিলেন।

গোবিন্দ ক্যারিয়ারের উজ্জ্বল সময়ে,

১৯৮৭ সালে সুনীতাকে জীবনে নিয়ে আসেন তিনি। তবে কাজের ব্যস্ততার কারণে তার বিয়ের খবর গোপন রেখেছিলেন। ৩ বছর পর এটি প্রকাশ্যে আসে। দীর্ঘ ৩৭ বছর একে অপরের সঙ্গী হয়ে থাকার পর, এখন দুই সন্তান নিয়ে সুনীতা এক ফ্ল্যাটে থাকছেন, অন্যদিকে একা থাকছেন নিজের বাংলোয়।

এছাড়াও, সুনীতা আরও জানিয়েছেন, বর্তমানে তাদের মধ্যে একসঙ্গে থাকার আগ্রহও নেই। শোনা যাচ্ছে, তাদের মধ্যে সম্পর্কের ভাঙন ঘটেছে এবং এর পিছনে এক মারাঠি অভিনেত্রীর অবদান থাকতে পারে। যদিও, এই বিষয়ে গোবিন্দ কিংবা সুনীতা পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

তাদের দাম্পত্য জীবনে এই সংকটের কথা বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। কিছু গুঞ্জনও ছিল যে, তারা বিবাহবিচ্ছেদের পথে চলে গেছেন। এখন বলা হচ্ছে, তারা নিজেদের ৩৭ বছরের সম্পর্কের ইতি টানতে চান। সুনীতা বলেন, তারা এখন একে অপরের থেকে আলাদা জীবন যাপন করছেন, এবং কিছুই আর আগের মতো নেই।

পড়ুন: কুমার শানুর হোটেলে আত্মহত্যার চেষ্টা, থামিয়েছিলেন পরকীয়া প্রেমিকা

দেখুন:বিয়ের দাবিতে যুবকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন! 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন