যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল আকস্মিক বিমান হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। এই হামলায় নিহত হয়েছেন হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওসামা তাবাশ।
গতকাল শুক্রবার (২১ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার দক্ষিণ গাজায় হামাসের ঘাঁটিতে আকাশপথে হামলা চালানো হয়। এতে ওসামা তাবাশ নিহত হন।
আইডিএফ দাবি করেছে, তাবাশ হামাসের একাধিক সংগঠনের শীর্ষ পদে ছিলেন এবং বহু হামলার পরিকল্পনাকারী ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, তাবাশ হামাসের নজরদারি ও নিশানা ইউনিটের প্রধান এবং খান ইউনিস ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন। তিনি গাজায় হামাসের যুদ্ধকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। আইডিএফ তাবাশের মৃত্যুকে তাদের জন্য বড় সাফল্য হিসেবে দেখছে।
ইসরায়েলের দাবি অনুযায়ী, তাবাশ ২০০৫ সালে গাজার গাশ কাটিফ জংশনে আত্মঘাতী বোমা হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। এছাড়াও তার নেতৃত্বে বেশ কয়েকটি হামলা সংঘটিত হয়েছে। আইডিএফ আরও জানায়, তাবাশের দক্ষতার কারণে হামাস কিছু ক্ষেত্রে তাদের হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছিল।
তাদের মতে, তাবাশের মৃত্যুর ফলে হামাসের বিরুদ্ধে ভবিষ্যৎ লড়াই সহজ হবে। তবে, হামাস এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
এনএ/