১০/১১/২০২৫, ৭:৩৬ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৭:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে বাংলাদেশের পার্থ সনজয়

বিজ্ঞাপন

বাংলাদেশি সাংবাদিকতার ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করলেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সনজয়। বাংলাদেশের প্রথম টেলিভিশন সাংবাদিক হিসেবে তিনি মনোনীত হয়েছেন বিশ্ববিখ্যাত ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এর ভোটার হিসেবে। ৩১ জুলাই (বৃহস্পতিবার) গোল্ডেন গ্লোবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নতুন ভোটারদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসকে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়, যা চলচ্চিত্র ও টেলিভিশনের সেরাদের স্বীকৃতি দেয়। মনোনীত ভোটারদের দায়িত্ব হলো প্রাথমিকভাবে শর্টলিস্ট হওয়া আন্তর্জাতিক চলচ্চিত্রগুলো দেখা এবং তাদের মূল্যায়ন করা। এই ভোটারদের রায়ের ওপর নির্ভর করেই নির্ধারিত হবে চূড়ান্ত মনোনয়ন ও বিজয়ী। আগামী ১১ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।

দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করে আসছেন পার্থ সনজয়। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি বিনোদন সাংবাদিকতায় বিশেষভাবে পরিচিত। দেশের হয়ে সর্বোচ্চ আটবার তিনি কাভার করেছেন কান চলচ্চিত্র উৎসব, এছাড়াও বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বহু আন্তর্জাতিক আয়োজন থেকে সংবাদ সংগ্রহ করেছেন। দেশ-বিদেশে চলচ্চিত্র, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিবেদনে তিনি রেখেছেন আলাদা স্বাক্ষর। মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বজলুর রহমান স্মৃতি পুরস্কার।

এর আগে বাংলাদেশ থেকে আরও কয়েকজন গুণী সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটার হিসেবে মনোনীত হয়েছিলেন। তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক জনি হক, চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি, চলচ্চিত্র সাংবাদিক আদর রহমান এবং সাংবাদিক মঞ্জুরুল আলম। এবার সেই তালিকায় যুক্ত হলো পার্থ সনজয়ের নাম।

পড়ুন: আলো ছড়াচ্ছে গাজীপুরের শ্রীপুরে ফ্রাইডে ফান স্কুল

দেখুন: সংকটে ঢাকার পরিবহন: ট্রাফিক অব্যবস্থাপনায় নাকাল রাজপথ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন