26 C
Dhaka
শনিবার, অক্টোবর ১২, ২০২৪
spot_imgspot_img

গৌরনদীতে এমপির প্রার্থীর বিরুদ্ধে একাট্টা অন্যেরা

ব‌রিশা‌লের গৌরনদী উপ‌জেলা প‌রিষদ নির্বাচন নি‌য়ে মু‌খোমু‌খি অবস্থা‌নে র‌য়ে‌ছে সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর অনুসারীরা। পাশাপাশি তাঁদের মাজগে বিভ‌ক্তিও দেখা গি‌য়ে‌ছে, হ‌য়ে‌ছে ক‌য়েক দফায় সংঘর্ষও।

মনোনয়ন পত্র দাখিলের আগেই বরিশালর গৌরনদী উপজলা পরিষদ নির্বাচন নিয়ে প্রথম সংঘর্ষ হয়ে‌ছে। কুপিয়ে জখম করা হয়েছিলো এক ইউপি চেয়ারম্যান। আবারও হামলার আতঙ্কে আছেন তিনি।

এ ঘটনায় অভিযাগের তীর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র পদ ছেড়ে দিয়ে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী হওয়া হারিছুর রহমানর দিকে। সংসদ সদস‌্য আবুল হাসানাত আব্দুল্লাহর অনুসারী তিনি।

হারিছুরের প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ সভাপতি মনির হাসন মিয়া। তার বড় ভাই হাবিবুর রহমান ও দুই বারের উপজলা চেয়ারম্যান মনিরুন্নাহার মেরী প্রার্থীতা প্রত্যাহার করে তাকেই সমর্থন দিচ্ছেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মনির হো‌সেন মনে করেন, ব্যক্তির স্বেচ্ছাচারিতা রুখত ভোটারার তাকেই বেছে নিবেন।

হারিছুর রহমানও নিজের জয় নিয়ে নিশ্চিত।

ভোটারদের মধ্য কিছুটা আতংক কাজ করলেও ভোট কে‌ন্দ্রে যাবেন জানিয়েছেন ভোটাররা।

ব‌রিশা‌লের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নির্বাচন ২৯ মে। এদিন গৌরনদী উপজলার ১লাখ ৭৩ হাজার ৫শ৪৮ জন ভোটার ভোট দে‌বেন।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন