শিল্পখাতে গ্যাসের নতুন দরের ঘোষণা আসছে আজ রোববার (১৩ এপ্রিল)। বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ মূল্য কাঠামো প্রকাশ করা হবে।
বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার জন্য ৩০ টাকা এবং ক্যাপটিভ ব্যবহারে ৩১.৭৫ টাকা হারে বিল পরিশোধ করছেন। বিইআরসি জানিয়েছে, যেসব শিল্প প্রতিষ্ঠান ইতিমধ্যে গ্যাস সংযোগ পেয়েছে, তারা আগের নির্ধারিত এই দরেই গ্যাস পাবে। তবে নতুন সংযোগপ্রাপ্ত বা অনুমোদিত (প্রতিশ্রুত) গ্রাহকদের জন্য মূল্য ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।
এর আগে পেট্রোবাংলা এক প্রস্তাবে নতুন সংযোগপ্রাপ্ত ও প্রতিশ্রুত শিল্প গ্রাহকদের জন্য গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ করে। প্রস্তাব অনুযায়ী, প্রতিশ্রুত গ্রাহকদের অর্ধেক বিল আগের দরে এবং বাকি অর্ধেক ৭৫.৭২ টাকা হারে নির্ধারণের কথা বলা হয়। নতুন শিল্প ও ক্যাপটিভ গ্রাহকদের জন্য সরাসরি দাম ৭৫.৭২ টাকা করার প্রস্তাবও উঠে আসে।
পেট্রোবাংলা জানায়, বিদ্যমান দামে গ্যাস বিক্রি অব্যাহত থাকলে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকার ঘাটতির মুখে পড়বে সরকার। এ প্রস্তাবের ওপর গত ২৬ ফেব্রুয়ারি বিইআরসি একটি জনশুনানি আয়োজন করে। সেখানে ব্যবসায়ী সংগঠন ও উদ্যোক্তারা দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন।

বিশেষ করে শিল্প খাতে বিদ্যমান ও নতুন গ্রাহকদের জন্য দুই ধরনের গ্যাসের দর নির্ধারণের প্রস্তাব ঘিরে ব্যাপক সমালোচনা হয়। উদ্যোক্তাদের দাবি, এতে শিল্প খাতে অসম প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হবে এবং নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হবে।
বিইআরসি আজকের ঘোষণায় এই বিতর্কিত প্রস্তাবের কোন দিকটি গুরুত্ব দেবে, তা নিয়ে শিল্প মালিকদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। তাদের মতে, এই সিদ্ধান্ত ভবিষ্যতের শিল্পনীতি ও বিনিয়োগ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশক হয়ে উঠবে।
সব চোখ এখন বিইআরসির আজকের ঘোষণার দিকে, যা শিল্প খাতে নতুন দিকনির্দেশনা তৈরি করতে পারে।
পড়ুন: এবার বাড়েনি এলপি গ্যাসের দাম
দেখুন: রান্নার গ্যাসের দাম একলাফে ২৬৬ টাকা বাড়ল
ইম/