বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গ্যাস উত্তোলনকারী এলাকাতেও আবাসিক গ্যাস সংযোগ দেয়া হবে না। বরং সেসব এলাকায় সরকার ৮০০ টাকায় এলপিজি সিলিন্ডার সরবরাহ করবে।
শুক্রবার (১৩ জুন) সিলেটের গোলাপগঞ্জে অবস্থিত কৈলাশটিলা এমএসটিই প্লান্ট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
এদিন সকালে তিনি কৈলাশটিলা ৭ নম্বর কূপ এবং পরবর্তীতে ২ নম্বর কূপসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন তিনি।
তিনি জানান, গ্যাস উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর চেষ্টা চলছে। প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে। ফলে ঘাটতি পূরণে এলএনজি আমদানি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, ‘বাসাবাড়িতে গ্যাস ব্যবহারে ব্যাপক অপচয় হচ্ছে। সুযোগ থাকলে কেয়ামত পর্যন্ত আবাসিক গ্যাস সংযোগ বন্ধ থাকবে।’
তিনি জানান, গ্যাসফিল্ডের দুটি কূপ থেকে বর্তমানে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
সবার উদ্দেশে তিনি বলেন, ‘একসময় গ্যাসের ব্যবহার ছিল না, তাই বাসাবাড়িতে সংযোগ দেয়া হয়েছিল। এখন এলপিজি এসেছে, আমরা এর দাম কমানোরও চেষ্টা করছি। সামনে থেকে বাসাবাড়িতে এলপিজি ব্যবহৃত হবে এবং গ্যাস শুধু শিল্প কারখানায় ব্যবহৃত হবে।’
পড়ুন: জ্বালানি তেলের দাম কমেছে, বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা : উপদেষ্টা
এস