গাজার জন্য ত্রাণ নিয়ে আসা জাহাজটি জব্দ করে সেটি আসোদ বন্দরে নিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। যা আজ সোমবার (৯ জুন) ইসরায়েলে পৌঁছাবে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলে নেওয়ার পর জাহাজে থাকা গ্রেটা থুনবার্গসহ অন্যান্য অধিকারকর্মীকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এরপর তাদের রাখা হবে কারাগারে।
দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানিয়েছে, গাজাগামী জাহাজটি এখন ইসরায়েলের পথে আছে। ইসরায়েলে পৌঁছানোর পর তাদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দখলদার ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির রামলার গিভন কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, জাহাজের ১২ অধিকারকর্মীর সবাইকে যেন কারাগারের আলাদা আলাদা রুমে রাখা হয়।
আসোদ বন্দরে আসার পর তাদের জানালা বন্ধ গাড়িতে করে কারাগারে নেওয়া হবে।
এছাড়া এই অধিকারকর্মীদের কোনো ধরনের যোগাযোগের মাধ্যমের এক্সেস না দিতেও নির্দেশ দিয়েছেন ইহুদি দখলদার বেন গিভির। অর্থাৎ তাদের কোনো রেডিও অথবা টেলিভিশন ব্যবহার করতে দেওয়া হবে না।
