15 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

গ্রেপ্তারকৃত সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বাড়ি থেকে যা পেলো পুলিশ

বিগত সরকারের সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাড়ি থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেনের নেতৃত্বে অভিযান চালাই। পরে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়।

হাফিজুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। বুধবার (৩০ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হবে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

তিনি আরও বলেন, সাবেক মন্ত্রীকে গ্রেপ্তারের সময় তার বাসা থেকে প্রায় ৪ কোটি টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, মৌলভীবাজার-৪ আসন থেকে ৭ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস শহীদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন