27 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

মামলা করতে গিয়ে গ্রেপ্তার, শাহজাহান ওমরের গাড়ি-বাড়িতে হামলা

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলা আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আগের সন্ধ্যায় তার বাড়িতে হামলার ঘটনায় নিজে বাদি হয়ে মামলা দিতে গেলে তাকে আটক করে রাজাপুর থানা পুলিশ।

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরের রাজাপুর উপজেলার গোডাউনঘাট এলাকার বাড়ি মেহজাবিনে বুধবার সন্ধ্যা ৭টার দিকে ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষুদ্ধ জনতা।

তখন তিনি বাসায় ছিলেন না। এর ১৪ ঘণ্টার মাথায় বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে শাহজাহান ওমরের গাড়ি বহরে হামলা করে জনতা।  এই ঘটনায় শাহজাহান ওমর নিজে বাদি হয়ে মামলা দিতে গেলে তাকে গ্রেপ্তার করে রাজাপুর থানা পুলিশ।

মামলা করতে গিয়ে গ্রেপ্তার, শাহজাহান ওমরের গাড়ি-বাড়িতে হামলা

দুপুরে তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারক হাকিমকে আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা বিনতে শহিদকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত পুলিশের এসআই সেলিম রেজা জানিয়েছেন।

এদিকে শাহজাহান ওমরের বিচার দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিলিছ করে বিভিন্ন স্লোগান দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন মীর জাফর শাহজাহান ওমরের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি।

শাহজাহান ওমরের রাজাপুরের বাসায় হামলা

দীর্ঘ দিন বিএনপির রাজনীতি করে হঠাৎ ভোল পাল্টে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বাগিয়ে এনে এমপি হয়েছিলেন ব্যরিষ্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম।

এনএ/

দেখুন: শাহজাহান ওমরের গাড়ি-বাড়িতে হা*ম*লা, মামলা করতে গিয়ে গ্রেপ্তার
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন