মার্কিন পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক মেচ দারাকে গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) কম্বোডিয়ান মিলিটারি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আজ মঙ্গলবার (১ অক্টোবর) কম্বোডিয়ান জার্নালিস্ট অ্যালায়েন্স অ্যাসোসিয়েশনের বরাতে স্কাই নিউজ জানায়, উপকূলীয় সিহানুকভিল শহর থেকে দারা এবং তার পরিবারকে বহনকারী গাড়ি থামিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উপকূলীয় শহরটিতে তখন প্রতারণাবিরোধী অভিযান চলছিল।
দারাকে গ্রেপ্তারের পর তার মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়। কিন্তু তার ঠিক আগে তিনি একটি ক্ষুধে বার্তা পরিচিতজনদের পাঠান। সে সূত্রে অন্য সাংবাদিকরা তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হয়।
গ্রেপ্তারের বিষয়ে মিলিটারি পুলিশের মুখপাত্র ইঞ্জি হাই বলেছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা একজন প্রসিকিউটরের কাছ থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছি। এ কারণে অভিযোগের বিষয়ে আমরা এখনই কিছু বলতে পারছি না। প্রথমে আমাদের তদন্তের জন্য অপেক্ষা করতে হবে।
সাইবার স্ক্যাম ইন্ডাস্ট্রিতে মানবপাচারসংক্রান্ত রিপোর্ট করে আলোচিত হন দারা। এর স্বীকৃতি স্বরূপ ২০২৩ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ‘হিরো অ্যাওয়ার্ডে’ ভূষিত করে।