27.7 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আদালতের নথি গায়েবের ঘটনা ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখা দরকার: বার সভাপতি

চট্টগ্রাম আদালতে নথি হারানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সেই সঙ্গে এটি কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা উচিত বলেও মনে করেন তিনি। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব হয়ে গেছে। এই মামলাগুলোর মধ্যে বেশিরভাগই হত্যা মামলা। এছাড়াও মদক, চোরাচালানসহ অনেক গুরুত্বপূর্ণ মামলা ছিল। পত্রিকায় এমন খবরও এসেছে যে, এসব মামলার নথিগুলো বস্তায় করে আদালতের বারান্দায় রেখে দেয়া হয়েছিল।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, নথি গায়েবের ঘটনায় জিডি করাই সমাধান নয়, এ বিষয়ে মামলা করতে হবে। চট্টগ্রামে আদালতের নথি গায়েবের বিষয়টি ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা দরকার। দেখতে হবে, সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে এই নথিগুলো বারান্দায় রাখা হয়েছিল কিনা। কারণ, আদালতের নথি গায়েব হয়ে গেলে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন।

নথি গায়েবের মতো ঘটনা রোধে দ্রুত বিচার বিভাগীয় সচিবালয় করার কথা জানিয়ে তিনি বলেন, বর্তমানে আইনজীবীদের প্রশ্ন- বিচার বিভাগ কার অধীনে, আইন মন্ত্রণালয়ের নাকি প্রধান বিচারপতির অধীনে। আইন মন্ত্রণালয় যদি প্রধান বিচারপতির ‘কনসার্নে’ কাজ করার কথা বলে, তবে এটা হওয়া উচিত নয়। আমরা চাই, অতি দ্রুত বিচার বিভাগীয় সচিবালয় করা হোক। দ্রুত বিচার বিভাগীয় সচিবালয় করলে নথি গায়েব হবে না।

টিএ/

দেখুন: পৃথিবীর রহস্যময় ৫ ঘটনা, ব্যাখ্যা দিতে অসহায় বিজ্ঞান!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন