26 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

রংপুর-ঢাকা মহাসড়কে ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে ৭টি গাড়ি

রংপুর-ঢাকা মহাসড়কে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ৭টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ আহত হয়েছেন। 

আজ শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে মিঠাপুকুরের রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। 

দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে রয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ৪টি যাত্রীবাহী বাস, দুটি পিকাপ ও একটি কাভার্ড ভ্যান। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে বড়দরগাহ হাইওয়ে পুলিশ।

এ দুর্ঘটনায় আহত হন ১৫ জন। তবে গুরুতরও না হওয়ায় তারা মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন। এদিকে ঘটনায় পর প্রত্যক্ষদর্শীদের ফোন পেয়ে সেখানে যান থানা পুলিশ।  

এনএ/

দেখুন: জেঁকে বসেছে শীত, ঘন কুঁয়াশায় বিপর্যস্ত জনজীবন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন