ঘূর্ণিঝড় দানার প্রভাবে কয়েকদিনের বৃষ্টিতে, মেহেরপুরে পানিবন্দী হয়ে পড়েছে ৫ শতাধিক পরিবার। ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ২ হাজার হেক্টর ফসলি জমির। তবে ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারগুলোকে সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
ঘূর্ণিঝড় দানার প্রভাবে কয়েক দিনের গুড়ি বৃষ্টিতে, মেহেরপুরের বিভিন্ন গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। দুর্ভোগে পাঁচ শতাধিক পরিবার। ডুবে গেছে ধান, মরিচ, বাধাকপি, ফুলকপিসহ আগাম শীতকালীন সবজির ক্ষেত। ক্ষতিগ্রস্ত অন্তত ২ হাজার হেক্টর জমির ফসল।
দানার প্রভাবে পানি ডুকেছে ঘরের মধ্যে। গবাদি পশু ও হাঁস মুরগী নিয়ে চরম বিপাকে স্থানীয়রা।
পেয়াজ, মরিচ, ধানসহ সব ধরণের ফসল পানিতে ডুবেছে। পানি দ্রুত না নামলে আবাদি ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় চাষীরা।
ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
সময় ক্ষেপন না করে দ্রুত পানি নামার ব্যবস্থা করার দাবি ক্ষতিগ্রস্থদের।
টিএ/