26 C
Dhaka
শনিবার, অক্টোবর ১২, ২০২৪
spot_imgspot_img

ঘূর্ণিঝড়ে প্রাণহানি ১০, ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ

সারা দেশে বৃষ্টি ঝড়িয়ে গভীর স্থল নিম্ন চাপে পরিণত হয়েছে রিমাল। এগোচ্ছে ভারতের আসাম-মেঘালয়ের দিকে। আগামী তিনদিন ভারি বৃষ্টি ঝড়বে দেশজুড়ে, বলছে আবহাওয়া অফিস। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে ১০ জনের প্রাণ গেছে। ১৯ জেলায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল রোববার রাত ৮টার দিকে উপকূলে আঘাত করে। সোমবার সকালে মহাবিপৎসংকেত নামিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, শক্তি হারিয়ে রিমাল স্থল গভীর নিম্নচাপে রূপ নিয়েছে।

রিমেলের প্রভাবে দিনভর বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ এলাকার রাস্তা-ঘাট। বৈরি আবহাওয়া উপেক্ষা করে কর্মজীবি মানুষ ঘর থেকে বের হতে বাধ্য হয়। নগর জুড়ে জলাবদ্ধতায় ভোগান্তিতে পরে মানুষ।

বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সব মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করা হবে।

এদিকে সারাদেশে তিনদিন পর্যন্ত অতিভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ঘুর্ণিঝড় অতিক্রম করলেও আগামীকাল পর্যন্ত এর প্রভাব থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদেরা। আর ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী বুধবার পর্যন্ত।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন