ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় হাতিয়ার নিম্নাঞ্চল। আট থেকে দশ ফুট উচ্চতার জোয়ারে এসব এলাকায় ভেসে গেছে গরু, মহিষসহ প্রায় ১০ হাজার গৃহপালিত পশু। ভেসে গেছে মাছের ঘের, ক্ষেতের ফসল। এতে এই এলাকায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের উপকূলীয় জেলাগুলোতে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়, ঘূর্ণিঝড়ের সময় অস্বাভাবিক জোয়ারের পানিতে ভেসে গেছে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ প্রায় ১০ হাজার গৃহপালিত পশু। এতে ক্ষতির মুখে পড়েছে শতাধিক পরিবার ও খামারি। কুরবানি ঈদকে সামনে রেখে গরু ও মহিষগুলো ভেসে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।
ঘূর্ণিঝড়ে হাতিয়ায় ভেসে গেছে প্রায় ১২০০ মাছের ঘের। বিভিন্ন ঘাটে নোঙর করা ১৮৩টি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই উপজেলায় রিমালের আঘাতে কেবল মৎস্য খাতে ক্ষতি হয়েছে অন্তত ২০ কোটি টাকা।
প্লাবিত বেশিরভাগ এলাকা থেকে পানি নামলেও এখনও পানিবন্দি নিম্নাঞ্চল।
ঝড়ে গৃহহীন হয়ে পড়েছে দ্বীপের প্রায় ৩৩ হাজার পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।