১৪/০৬/২০২৫, ১৩:২৯ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৩:২৯ অপরাহ্ণ

ঘোষিত সময়টি নির্বাচনের সঠিক সময়, ভোটের জন্য প্রস্তুত জনগণ : প্রধান উপদেষ্টা

ঘোষিত সময়টি নির্বাচনের সঠিক সময়, ভোটের জন্য প্রস্তুত জনগণ। ১৭ বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। জুলাই মাসে জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে। লন্ডনে চ্যাথাম হাউজের সংলাপে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

বুধবার (১১ জুন) সফরের দ্বিতীয় দিনে লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মূল হল কক্ষে আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর মানুষ উৎসব করেছে।

সংলাপে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। কেবল একটি নতুন সরকার নির্বাচনের জন্য রক্ত দেননি তরুণরা, নতুন বাংলাদেশ তৈরি করার জন্য সংস্কার কমিশন তৈরি করেছি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‌‘প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি যেমন নির্বাচন, সংবিধান, সিভিল সার্ভিস নিয়েও। আমরা সুপারিশের দিকে তাকিয়ে আছি, আমাদের কাজ হলও সকল দলের সাথে ঐকমত্য তৈরি করা। আমরা জুলাই মাস আসার জন্য অপেক্ষা করছি। কারণ, এ সনদটি জাতির সামনে জুলাই সনদ হিসেবে উপস্থাপন করা হবে।

বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, আমরা একটি ভুল সভ্যতার অংশ হয়ে গেছি, আমরা নিজেরাই একটি আত্মবিধ্বংসী সভ্যতা গড়ে তুলেছি। এই অবস্থা থেকে উত্তরণে আমাদের দরকার নতুন করে সভ্যতা গড়ে তোলা। এর জন্য দরকার কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা, বেকারত্ব দূর করা এবং ক্ষুধামুক্ত পৃথিবী। এটার জন্য পদক্ষেপ নিতে হবে। এটা কোনো শিক্ষা বা জ্ঞানের বিষয় নয়।

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ও বিভিন্ন দেশের কূটনীতিক, গবেষক এবং গণমাধ্যমকর্মীরা। সংলাপে ড. ইউনূস বাংলাদেশের আগামী নির্বাচন, রাজনৈতিক পরিবেশ এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

এর আগে সফরের দ্বিতীয় দিনে লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

পড়ুন : যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন