বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, নগরীর ডবলমুরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের মামলায় সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হয়।
৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।