চট্টগ্রামে সকল সরকারি অফিসে সংস্কারের দাবি জোরালো হচ্ছে। সরকার পতনের পর থেকেই পলাতক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ- সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। এবার তাকে অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অনিয়ম দুর্নীতি বন্ধে সিডিএর বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের শ্বেতপত্র প্রকাশের দাবি নগরবাসীর।
গত ২৪ এপ্রিল সিডিএ চেয়ারম্যান পদে যোগ দেন মোহাম্মদ ইউনুছ। রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া এই চেয়ারম্যান ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে যান। তার বিরুদ্ধে রয়েছে অনিয়মের একাধিক অভিযোগ।
এমন পরিস্থিতিতে তার অপসারণের দাবি উঠেছে। দুপুরে বৈষম্য বিরোধী প্রিয় চট্টগ্রামবাসীর ব্যানারে বিক্ষোভ করেন শত শত মানুষ। ফ্লাইওভার প্রজেক্টের অতিরিক্ত ১০০ কোটি টাকা পাচারসহ, ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ভবনের ছাড়পত্র এবং অনিয়ম দুনীর্তির শ্বেতপত্র প্রকাশের দাবী জানান।
এ বিষয়ে সিডিএ সচিব রবীন্দ্র চাকমা জানান, অভিযোগ খতিয়ে দেখা হবে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাসান বিন সামস জানান, চেয়ারম্যানের অনুপস্থিতিতে সমন্বয় করে কাজ চালানো হচ্ছে।
সিডিএকে দূর্নীতিমুক্ত করে অচিরেই গণমুখী সংস্থায় পরিণত করা হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।