চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের ১৪৯ ভরি স্বর্ণালংকার গায়েব হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী সড়কের বিটিআই বেভারলী হিলসের বাসিন্দা রোকেয়া বারী ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকারে প্রায় ১৬১ ভরি স্বর্ণালংকার রাখেন। গত ২৯ মে লকার থেকে কিছু স্বর্ণালংকার আনতে যান তিনি। এসময় দেখেন, লকার খোলা এবং সেখানে তার রাখা স্বর্ণালংকার নেই। তাৎক্ষণিক বিষয়টি চকবাজার থানায় জানান। তারা দেখতে পান লকারে মাত্র ১০-১১ ভরি স্বর্ণালংকার আছে। বাকি ১৪৯ ভরি স্বর্ণালংকার গায়েব।