17 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

চট্টগ্রামে কাঁচা মরিচের দাম কমল, সবজি ঊর্ধ্বমুখী

নিত্য পণ্যের দাম বৃদ্ধিতে অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে চট্টগ্রামের সবজির বাজার । মাছ মুরগি ও মুদি পণ্যের দামও ব্যাপক চড়া। এতে‍ুক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারা অবশ্য অজুহাত দেখাচ্ছেন বন্যা পরিস্থিতিকে ।

বন্দর নগরী চট্টগ্রাম ,কিন্তু সেখানকার সবজি বাজারগুলোতেই এখন সকল পণ্যের আকাশচুম্বী দাম। একমাত্র আলু ছাড়া সব সবজির সবনিম্ন মূল্য ১০০ টাকা । কাঁচা মরিচ ১০০০ থেকে ৩০০ টাকায় আসলেও কাকরোল কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৩০ টাকা, সীম ২২৫ টাকা, বরবটি ১৩০ টাকা, ও ঢেড়স ১০০ টাকা

এদিকে বেড়েছে সামুদ্রকি মাছের দাম । ইলিশ কেজি প্রতি ১৬০০-১৮০০ টাকা। ব্রয়লার ও সোণালী মুরগির দাম কেজিতে বেড়েছে ২০-৬০ টাকা

চাল ও ডাল আগের দামে বিক্রি হলেও বেড়েছে চিড়ামুড়িসহ সকল শুকনা খাবারের দাম।

মূল্য নিয়ন্ত্রণ করতে বাজার মনিটরিং এর  প্রয়োজন আবশ্যক বলে জানান সংশ্লিষ্টরা ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন