28.3 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

চট্টগ্রামে পেট্রোল পাম্প থেকে তেল না কেনায় কারখানায় হামলার অভিযোগ

চট্টগ্রামে নগরে পেট্রোল পাম্প থেকে তেল না কেনায় সদলবলে একটি কোম্পানির কারখানায় হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। নগরের সরাইপাড়া পোর্ট কানেকটিং রোডস্থ হামীম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মর্ডান কার্গো ক্যারিয়ার লিমিটেডে চালানো এই হামলার ঘটনায় পেট্রোল পাম্প মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

জানা যায়, মর্ডান কার্গো ক্যারিয়ার লিমিটেডের মালিকানাধীন প্রায় ১৬০টি গাড়ি রয়েছে। এসব গাড়ির প্রয়োজনীয় জ্বালানি তেল বড়তাকিয়া ফিলিং স্টেশন নামের পেট্রোল পাম্প থেকে কেনার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করে।

কোম্পানির পক্ষ থেকে বাধ‍্য হয়ে ডিজেল কেনার পর সেগুলো নিম্নমানের হওয়ায় কোম্পানি কিছুদিন আগে ওই পাম্প থেকে তেল কেনা বন্ধ করে দেয়।

এতে ক্ষিপ্ত হয় পাম্প মালিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী কোম্পানির কার্যালয়ে হামলা চালায়। এ সময় সংঘবদ্ধ সন্ত্রাসীরা কোম্পানির কর্মচারীদের মারধর এবং ভাংচুর ও লুটপাট চালায় বলে থানায় রেকর্ডকৃত এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় পেট্রোল পাম্পের মালিক সাইফুল আলমসহ কয়েকজনের নাম উল্লেখ এবং ২৫ জন অজ্ঞাত লোককে আসামি করে পাহাড়তলী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৪(৩)/২৫।

বাকী আসামিদের গ্রেফতার অভিযান অব্যহত আছে বলে জানায় পাহাড়তলি থানা পুলিশ।

পড়ুন : চট্টগ্রামে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার এক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন