১৫/১১/২০২৫, ২১:২৪ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২১:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আসামীদের গ্রেপ্তারে র‍্যাব-৭ এর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

চট্টগ্রামে দুই টেলিভিশন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আসামীদের গ্রেপ্তারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান।

বৃহস্পতিবার সকালে র‍্যাব-৭ এর সদর দপ্তরে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন)-এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।

লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, “অপরাধীরা প্রায়ই আইনের ফাঁকফোকর ব্যবহার করে বেরিয়ে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গণমাধ্যমকেও আরও তৎপর হতে হবে।”

তিনি আরও বলেন, “জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অপরাধীচক্র নিরাপদ আশ্রয় তৈরি করেছে, যার কারণে ওই অঞ্চলে অপরাধের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।”

এ সময় সিটিআরএন-এর পক্ষ থেকে র‍্যাব-৭ অধিনায়ককে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক একে আজাদ, নির্বাহী সদস্য আরিচ আহমদ শাহ এবং সৈয়দ তাম্মিম মাহমুদ।

উল্লেখ্য, গত ৫ই অক্টোবর সীতাকুণ্ডের ছিন্নমূল এলাকায় সংঘর্ষের ঘটনার ফলোআপ করতে গিয়ে হামলার শিকার হন এখন টিভির ব্যুরো প্রধান ও সিটিআরএন এর আহ্বায়ক হোসাইন জিয়াদ এবং চিত্র সাংবাদিক মোঃ পারভেজ। এ ঘটনায় হোসাইন জিয়াদ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রামে সাংবাদিকদের উপর হামলা, অপরাধীদের দলমতের ঊর্ধ্বে আইনের আওতায় আনা হবে: পুলিশ সুপার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন