আর্টিলারি থেকে স্বতন্ত্রভাবে যাত্রা শুরু করেছে ‘আর্মি এয়ার ডিফেন্স কোর’। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান আজ দুপুরে চট্টগ্রাম আর্টিলারি সেন্টারে নবগঠিত ‘আর্মি এয়ার ডিফেন্স কোর’ এর শুভ উদ্বোধন করেন।
এসময় তিনি নবগঠিত কোর হতে একজন ইউনিট অধিনায়ক, একজন মহিলা অফিসার, জ্যেষ্ঠ মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং একজন সৈনিককে সোল্ডার টাইটেল ও ক্যাপ ব্যাজ দ্বারা অলংকৃত করেন।
এছাড়াও তিনি নবগঠিত ‘আর্মি এয়ার ডিফেন্স কোর’ এর পতাকা পরিচালক, এডহক আর্মি এয়ার ডিফেন্স পরিদপ্তর এর নিকট হস্তান্তর করেন।
সেনাবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন রেজিমেন্ট অব আর্টিলারির প্রতিটি সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
এর আগে তিনি রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগদান করেন।
সম্মেলনে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া, সেনাসদরের উদ্ধর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।