24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

চট্টগ্রামে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার এক

চট্টগ্রামে চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলায় মুন্না আমিন নামে এক ব‍্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর চান্দগাঁও এলাকা থেকে ডবলমুরিং থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হননসহ নানা অভিযোগে মামলা রয়েছে। তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হচ্ছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি কাজী রফিক আহমেদ।

পুলিশ জানায়, একটি প্রতিষ্ঠানকে হুমকি, প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবি করায় গত ২২ ফেব্রুয়ারি মো. রেজাউল করিম নামে এক ব্যক্তি মুন্নাসহ দুইজনের বিরুদ্ধে এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থানার এসআই ইমান হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এনএ/

দেখুন: চট্টগ্রাম কোতোয়ালী থানার সাবেক ওসি জনতার হাতে আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন