চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাজার গেইট এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
আজ শনিবার (৩১ মে) সকাল ৮টার দিকে বাঁশখালী থেকে যাত্রী নিয়ে আসছিল একটি সিএনজি অটোরিকশা, যা চট্টগ্রামগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান, আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানার ওসি জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে এবং সিএনজি সরিয়ে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এনএ/


