চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে স্বৈরশাসন এবং পরিবারতন্ত্র থেকে মুক্ত করার দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ ব্যবসায়ীরা। এ দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে সাধারণ ব্যবসায়ীরা।
চট্টগ্রাম, চেম্বারের সবশেষ ভোট হয় ২০১৩ সালে। ওই নির্বাচনে তৎকালীন চট্টগ্রাম ১১ আসনের সাংসদ এম এ লতিফ সমর্থিত মাহবুবুল আলম নুরুন নেওয়াজ সেলিম পরিষদ জয়লাভ করে। এরপর থেকে মুলত সাবেক সাংসদ এম এ লতিফের প্যানেল কুক্ষিগত করে রাখে চট্টগ্রাম চেম্বার।
সবশেষ বিনা ভোটে সভাপতি হন এম এ লতিফের ছেলে ওমর হাজ্জাজ এবং পরিচালক হন ওমর মুক্তাদির। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের মেয়ে রাইসা মাহবুব সহ সভাপতি এবং ভাই আলমগীর পারভেজ চেম্বারের পরিচালক হন। এছাড়াও পরিচালক হন নির্বাচনী বোর্ডের প্রধান নুরুল নেওয়াজ সেলিমের মেয়ের জামাই বেনাজির চৌধুরী নিশান ও ছেলে মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ।
এ অবস্থায় পরিষদের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছিলেন প্যাসিফিক জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম তানভীর।
১৭ বছরে চেম্বার একটি গোষ্ঠীর কাছে কুক্ষিগত ছিল বলে জানান ব্যবসায়ীরা। প্রায় ৩ হাজার অবৈধ ভোটার বাতিল করার দাবিও জানান তারা।
ক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, রাজনীতিকরণ ও পরিবার তন্ত্রের যাতাকলে পড়ে চট্টগ্রাম চেম্বার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে পারেনি।
শিগগিরই চট্টগ্রাম চেম্বারকে রাজনীতি মুক্ত করে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করার দাবি সাধারণ ব্যবসায়ীদের।