এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ছয় ব্যাংকসহ মোট ৯টি ব্যাংকের সঙ্গে লেনদেনের নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চেক ক্যাশ করা না যাওয়ায়, এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দর সচিব। বন্দরের এই সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের।
গত বৃহস্পতিবার এক অফিস আদেশে ৯টি ব্যাংকের সাথে চট্টগ্রাম বন্দরের লেনদেনের নিষেধাজ্ঞা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা দেওয়া ব্যংকগুলোর মধ্যে বেশিরভাগ ব্যাংকই চট্টগ্রামের এস এলম গ্রুপের মালিকানাধীন।
ব্যাংকগুলোর মধ্যে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক, স্যোশাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, পদ্মা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইসিবি ইসলামী ব্যাংক আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
বন্দর কর্তৃপক্ষ বলেছে কয়েকটি ব্যাংকে তাৎক্ষণিক টাকা এনক্যাশ করতে সমস্যা হওয়ায়। নিজেদের নিরাপত্তার সার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে বন্দর।
পেমেন্ট জটিলতা ও এসব ব্যংকে বন্দরের স্থায়ী আমানতের কারণে প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার প্রশ্নে, বন্দর সচিব বলেন এর কোন প্রভাব লক্ষণীয় হবে না।
এদিকে, বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা বলছেন এতে ক্ষতির মুখে পড়বেন তারা।
শুধু এস আলম গ্রুপের চারটি ব্যাংকে বন্দরের স্থায়ী আমনত আটকে আছে প্রায় ৯শ কোটি টাকা।