13.5 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কোকেনসহ বিদেশী আটক

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে কোকেনসহ এক বাহামার নাগরিককে আটক করেছে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় স্টেলিয়া সানতায়ি নামে ওই নারী যাত্রীকে মাদকসহ আটক করা হয়েছে।

এ নারী যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে একটি ইউপিএস এর ভিতর থেকে ৩ কেজি ৯ গ্রাম ওজনের কোকেন পাওয়া যায়। ওই যাত্রী ১৫ জুলাই তার ব্যাগেজ রিসিভ করতে আসেন। তিনি গত ১২ জুলাই এমিরেটস এর ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলে থেকে রওনা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাইদুবাইয়ে ১৩ জুলাই শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে আসেন|

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই বিদেশি নারী শাহ আমানত বিমানবন্দরে নামার পর থেকেই এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিল। কিন্তু প্রথমদিন তার সঙ্গে কোনও লাগেজ ছিল না। আজ লাগেজে কোকেনসহ হাতেনাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন