চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে রাঙ্গামাটিতে শুরু হতে যাচ্ছে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক রাঙ্গামাটি ও বান্দরবান জেলা দল। বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটির মারী স্টেডিয়ামে শুরু হওয়া এ টুর্নামেন্ট উদ্বোধন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন।
টুর্নামেন্ট শুরু উপলক্ষে মঙ্গলবার সকালে সিজেকেএস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রতিযোগিতার নানা তথ্য তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান এবং সদস্য সচিব শাহনেওয়াজ রিটন। উল্লেখ্য চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলা, নোয়াখালী, কুমিল্লাসহ বিভাগের ১১ টি জেলা দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলগুলো দুটি জোনে ভাগ হয়ে রাঙ্গামাটি ও কুমিল্লা ভেন্যুতে খেলবে। পরে উভয় জোনচ্যাম্পিয়ন শিরোপা নির্ধারনী চুড়ান্ত ম্যাচে মুখোমুখি হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দিন, সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান, সৈয়দ আবুল বাশার, চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।
পড়ুন: চট্টগ্রামে নিখোঁজের ১৪ ঘণ্টা পর সেই শিশুর মরদেহ উদ্ধার
দেখুন: চট্টগ্রামে ওয়াসার পানির সংকট, লবণাক্ততায় ক্ষুব্ধ নগরবাসী |
ইম/