০৮/০৭/২০২৫, ২১:০৯ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২১:০৯ অপরাহ্ণ

চন্দ্রঘোনা ফেরিঘাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে পড়েছে। শনিবার (১৪ জুন) সন্ধায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে ট্রাকটি ফেরিতে উঠার অপেক্ষায় ছিল এবং ভিতরে কোমো চালক না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানায়, একটি ট্রাক চন্দ্রঘোনা ফেরিঘাটের লিচুবাগান অংশে ফেরিতে উঠার অপেক্ষায় ছিল। পরে ফেরি আসতে দেরি হওয়ায় চালক ট্রাকটি পার্কিংয়ে দাঁড় করিয়ে নেমে আসে। এসময় হঠাৎ ব্রেক ফেইল করে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি কর্ণফুলী নদীতে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা থেকে অল্পের জন্য চালক রক্ষা পেয়েছে। বর্তমানে ট্রাকটি নদী থেকে তোলার চেষ্টা চলছে।

সড়ক ও জনপথ (সওজ) রাঙামাটি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কির্ত্তীনিশান চাকমা বলেন, বিষয়টি মাত্র শুনেছি।আমি খোঁজ নিচ্ছি।

পড়ুন : ভারী বর্ষণে পাহাড়ধসের শঙ্কা, রাঙামাটির ২৯ এলাকা ঝুঁকিপূর্ণ

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন