০৮/১১/২০২৫, ০:৪৮ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে কৃষককে কোপালো প্রভাবশালী প্রতিবেশী, থানায় এজাহার

চরফ্যাশনে বাবুল মুন্সী (৫২) নামের এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশি প্রভাবশালী নাসির মুন্সী, ছালাউদ্দিন মুন্সী, আসমা বেগম, হাসান সহ অজ্ঞাত ৬-৭ এর বিরুদ্ধে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯ টার দিকে দক্ষিণ আইচা থানাধীন চর মানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া ৪ নং ওয়ার্ডে মোস্তফা মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। আহত বাবুল মুন্সীকে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে দক্ষিণ আইচা থানায় এজহার দাখিল করা হয়েছে।

আহত বাবুল মুন্সী বলেন, আমার ঘরের উত্তর পাশে আজ সকালে নাসির মুন্সী , তার ছেলে ছালাউদ্দিন ও নাতি হাসান মিলে আমার সাথে বিরোধীয় জমির নারিকেল গাছ থেকে ডাব কেটে নিচ্ছে দেখে, আমি তাদেরকে বিরোধীয় জমির গাছের ডাব কাটতে নিষেধ করি, তারা আমার কথা না শুনে আমাকে মারার হুমকি দেয়, ঝামেলা হবে বিষয়টি এমন বুঝতে পেরে, আমি স্থান ত্যাগ করতে গেলে নাসির মুন্সী আমাকে পিছন থেকে আঘাত করে, এ সময় তার ছেলে ছালাউদ্দিন আমার পেটে কোপ দেয়, এতে আমার গায়ের গেঞ্জি কেটে পেট কেটে যায়। আমি পিছন দিকে না হেলে গেলে হয়তো আমার পেটের নাড়ি ভুড়ি কেটে যেতো। ঘটনার সময় নাসির মুন্সীর মেয়ে আসমা ও নাতি হাসান আমাকে লাঠি দিয়ে বেধড়ক মারে। এর আগেও নাসির মুন্সী ও তার লোকজন আমাকে কয়েক বার মেরেছে । প্রভাবশালী নাসির মুন্সী’র বিরুদ্ধে আমি কয়েকবার আইনের আশ্রয় নিয়েছি। আমি আমার নিরাপত্তা চাই।

বাবুল মুন্সী’র স্ত্রী মাহেনুর বলেন, আমি হৈচৈ শুনে গিয়ে দেখি আমার স্বামী তার কেটে যাওয়া পেট চেপে ধরে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, আমরা তাকে নিয়ে হাসপাতাল চলে আসছি।

স্থানীয়রা জানান, এলাকায় বহু লোকের সাথে নাসির মুন্সী’র সাথে বিবাদ বিদ্যমান। নাসির মুন্সী ও তার ছেলেরা সারাক্ষণ জমি দখল নিতে মারামারি ও মামলা মকদ্দমা নিয়ে ব্যস্ত থাকে।

জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আগে ১৩-১৪ বছর যাবত নাসির মুন্সী ও তারা ছেলেরা রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ইদানীং আবারো তারা পূর্বের ত্রাসে ফিরতে চায় বলে শুনছি।

বিষয়টি নিয়ে অভিযুক্ত নাসির মুন্সী ও তার ছেলে ছালাউদ্দিনের সাথে যোগাযোগে জন্য মোবাইলে কল দিলে তাদের নাম্বার বন্ধ পাওয়া যায়। পরে তার বাড়িতে গেলে ঘরের ভিতর থেকে বলা হয়, তারা বাসায় নেই।

দক্ষিণ আইচা থানার অফিসার ইন চার্জ ( ওসি) এরশাদুল হক ভূইয়া বলেন, শুনেছি নাসির মুন্সির সাথে অনেকের দ্বন্দ্ব রয়েছে, আহত বাবুল মুন্সীকে দেখে বলেছি, দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির একাংশের র‍্যালি ও পথসভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন