১৪/০৬/২০২৫, ১৩:২৪ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৩:২৪ অপরাহ্ণ

চরফ্যাশনে বজ্রপাতে এক রিকশা চালকের মৃত্যু

চরফ্যাশনে বজ্রপাতে আব্দুর রব (৬০) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলার জাহানপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রব ওই ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

জাহানপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাষ্টার বজলুর রহমান জানান, নিহত আব্দুর রব সোমবার দুপুরে তার পাশের বাড়ির এক ব্যক্তিকে দাওয়াত করে। মেহমান আসতে দেরি করায় আব্দুর রব তাকে নিয়ে আসার জন্য তার বাড়িতে যায়। এ সময় বৃষ্টিসহ বজ্রপাতে শুরু হয়। পরে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা রাস্তা থেকে আব্দুর রবের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পড়ুন : চরফ্যাশনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন