১০/১১/২০২৫, ২২:১৪ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২২:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় নবীন বরণ ও ছবক অনুষ্ঠিত

বিজ্ঞাপন

চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার আলিম (২০২৫-২০২৬), ফাযিল (পাস ও অনার্স) ও কামিল শ্রেণীর সাত শতাধিক শিক্ষার্থীদের জন্য নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও ছবক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ছবক দেন মাদ্রাসার সাবেক হেড মোহাদ্দিস মাওলানা মোহাম্মদ ইয়াছিন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা তৈয়ব হোসেন ।

প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ) আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, বিশেষ অতিথি ছিলেন কুলছুমবাগ এ জব্বার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হারুন অর রশিদ, চরফ্যাশন টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান। আরো বক্তব্য রাখেন প্রধান মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দিন, সহঃ অধ্যাপক (বাংলা) মোস্তফা কামাল,সহঃ অধ্যাপক (ইংরেজী) ইয়াহ ইয়া ইসলাম, সহঃ অধ্যাপক (গণিত) ফজলুর রহমান, প্রভাষক (ইংরেজী) শামিম সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক জাহিদ হাসান।

এসময় বক্তারা মাদ্রাসার উজ্জল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তারা বলেন, যারা ভর্তি হয়েছো তোমরা মেধাবী ও ভালো পরিবারের সন্তান। শুধু মেধাবী শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। দেশ ও জাতির স্বার্থে নিজেকে উজাড় করে দিতে হবে। জাতিকে দূর্নীতিমুক্ত করতে নতুন প্রজম্মকে নৈতিকতা অর্জন করতে হবে । এ ক্ষেত্রে পারিবারিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পড়ুন: মানব পাচারে জড়িত চীনা নাগরিকসহ ২ জন আটক, ৩ ভুক্তভোগী উদ্ধার

দেখুন: যশোরে হরিহর নদ দখল করে চলছে মাছ চাষ, বালু উত্তোলন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন