27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

চলতি বছরেই পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা

চলতি বছরের মধ্যেই বিদেশে পাচার হওয়া প্রায় কয়েকশ’ কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান।

উপদেষ্টা বলেন, ‘পাচারের অর্থ ফেরত আনতে হলে কিছু আইনি প্রক্রিয়া মানতে হবে। এজন্য একটি বিশেষ আইন করার উদ্যোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের। শিগগিরই যা অধ্যাদেশ আকারে জারি হবে।’

ডক্টর সালেহ উদ্দিন বলেন, ‘অর্থ ফেরত আনতে প্রায় ২০০টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। এদের মধ্যে প্রায় ৩০টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে সরকার।’

আগামী মাসেই এ নিয়ে দৃশ্যমান অগ্রগতি হবে বলেও জানান উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।

পড়ুন : পাচার করা টাকা ফেরাতে দ্রুত একটি বিশেষ আইন করা হবে : প্রেস সচিব শফিকুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন