26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

চলতি বছর অর্ধলাখের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত

অর্ধলাখের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে চলতি বছরে। সবচেয়ে বেশি ডেঙ্গুর প্রকোপ বেড়েছে চলতি মাসে। মোট আক্রান্তের প্রায় অর্ধেক রোগীই শনাক্ত হয়েছে এই মাসে। এর মধ্যে বৃষ্টির কারণে এই রোগের ঝুঁকিও আরও বাড়ছে বলে মনে করেন কিটতত্ত্ববিদরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৫৫ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ২৬৮ জন।

এর মধ্যে ১০৫ জনেই মারা গেছেন এই মাসে। অর্থাৎ প্রায় এক তৃতীয়াংশই মারা গেছেন চলতি মাস অক্টোবরে। আর মোট আক্রান্তের প্রায় অর্ধেক রোগী আক্রান্ত হয়েছে অক্টোবরে এই ২৫ দিনে।

চিকিৎসকরা বলছেন, শহর কিংবা গ্রাম নয় এবার ডেঙ্গু আক্রান্ত রোগী আসছে সব এলাকা থেকে।  

কীটতত্ত্ববিদরা বলছেন, আগামী দুই মাস অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বরও ডেঙ্গুর প্রকোপ থাকবে দেশ জুড়ে।

ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক সচেতনতা এখন অনেকটাই অনুপস্থিত। এ কারনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে বলেও মনে করছেন কিটতত্ত্ববিদরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন