প্রায় ১৭ বছর পর চাঁদপুরের সদর ও হাইমচর আসনের চমক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ আফ্রিকা বিএনপির প্রধান উপদেষ্টা এবং জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আজম খানকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে দলটির হাইকমান্ড। আগামী ২ দিনের মধ্যেই তাকে লিখিত জবাব কেন্দ্রে পাঠানোর জরুরী নির্দেশ দিয়েছে দলটি।
২৪ ফেব্রুয়ারী সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ নোটিশ দেয়া হয়।
এতে বলা হয়, আপনি আজম খান আপনার এলাকায় বিশাল গাড়ীবহর নিয়ে শোভাযাত্রা করেছেন-যা সম্পূর্ণরুপে দলের সিদ্ধান্তের পরিপন্থী। দলের একজন দায়িত্বশীল নেতা হয়ে দলীয় সিদ্ধান্তের বিষয়ে অমনোযোগী ও উদাসীন থাকা নিঃসন্দেহে আপনার দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক। সুতরাং আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২ দিনের মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো এবং বিষয়টি অতীব জরুরী।
এর আগে ২২ ফেব্রুয়ারী শনিবার সংক্ষিপ্ত সফরে আজম খান শতাধিক গাড়ির বহরসহ কয়েক হাজার নেতাকর্মী নিয়ে চাঁদপুরে আসেন এবং বেশ কয়েকটি স্থান ঘুরা শেষে শহরের হাসানআলী মাঠে পথাসভায় বক্তব্য রাখেন।
বক্তব্যের শুরুতেই আজম খান নিজের বিলম্বে দেশে আসার বিষয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমার এবং আমার পরিবারের পাসপোর্ট ও ভিসা আটকে রেখেছিল হাসিনা সরকার। পাঁচ আগস্টের পর আমাদের পাসপোর্ট ভিসা পেতে দেরি হওয়ায় দেশে আসতে আমার অনেক সময় লেগে গেলো। তবে আমরা সবাই জিয়ার সৈনিক, খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিক। আমি কোন নেতা নই, আমি আপনাদের মতই একজন সৈনিক। আমরা নিজেরা নিজেরা যদি হানাহানি মারামারি করি! তাহলে আমাদের দল টেকানো কঠিন হয়ে যাবে। আমাদেরকে আবার ১৬ বছর পিছিয়ে যেতে হবে। আমরা আওয়ামী লীগের মতো এক নেতা যেন আরেক নেতার উপর শক্তি প্রয়োগ না করি।
তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান যে কমিটি দিবে, সেখানে যাকে যেখানে যে পজিশনে রাখা হবে, আমরা তাকেই শ্রদ্ধা ভরে মেনে নিয়ে কাজ করবো, এটাই আমার বিশ্বাস। আমি দীর্ঘ ১৭ বছর পরে চাঁদপুরের এসে যা দেখলাম, তা হলো মানুষ বেড়েছে ১০ গুণ কিন্তু মেইল,কল কারখানা এবং রাস্তার তেমন কোন উন্নয়ন কিছুই হয়নি। চাঁদপুরে আমাদের উন্নয়নের জন্য তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তাহলেই কেবলমাত্র দেশ ও জাতির উন্নয়ন হবে। কোন নেতাকেই দোষারোপ করবেন না। আমরা সবাই মিলেমিশে চাঁদপুরকে গড়বো।

এদিকে আজম খান চাঁদপুরের আসার পর পরই
তিনি স্থানীয় বিএনপির একাংশের নেতাদের কাছে চমক নেতা হিসেবে আখ্যায়িত হচ্ছেন। তবে দলটির হাইকমান্ড শেষ পর্যন্ত কার হাতে আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক উঠিয়ে দিবে সে নিয়ে নানা নাটকীয়তা তৈরি হচ্ছে তা এখনি বলা যাচ্ছে।
পড়ুন: ৫টি পুরষ্কার নিয়ে আরটিসি ট্রেনিং শেষ করলেন চাঁদপুরের রোটার্যাক্ট অমরেশ দত্ত
দেখুন: চাঁদপুরের ইলিশ নিয়ে প্রতারণা, কোন ইলিশের দাম কতো?
ইম/