চাঁদপুর শহরের পুরানবাজারে গরমে তৃষ্ণার্ত নানান শ্রেণী পেশার মানুষের মাঝে খাবার স্যালাইন, কোমল পানি ও শরবত বিতরণ করা হয়েছে।
১৩ মে মঙ্গলবার দুপুরে লোহারপুল এলাকায় চলাচলকারী পথচারী ও শ্রমিকদের মাঝে এই মহৎ সেবা দেয়া হয়। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে এই উদ্যোগ বাস্তবায়ন করেন চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শফিউদ্দিন বাবলু বলেন, তীব্র তাপদাহে কর্মমুখী মানুষের অস্থিরতা লাঘবে স্বেচ্ছাশ্রম হিসেবে আমাদের নেতাকর্মীরা এই উদ্যোগ বাস্তবায়ন করছে। আমরা খাবার স্যালাইন, কোমল পানি ও শরবত বিতরণ করে যাচ্ছি। রাজনীতির অপর নাম জনসেবা। আর জনজীবন বিপর্যস্তের এই সময়ে আমরা ক্ষুদ্র চেষ্টা হিসেবেই মানুষের পাশে থাকার কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছি।
এসময় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রাজীব দাস, আবু জাফর, পৌর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কর্মী আক্তার হোসেন, রকমান হাওলাদার, রাজু, আলামিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পড়ুন : চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে মৃত্যুর গুজব, ওসি জানালেন স্ট্রোকে মারা গেছেন