চাঁদপুর শহরে ১০ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির টাকা ও মোবাইলসহ মোহাম্মদ সাহাদাত হোসেন বাবুল (৬৫) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে হাজী মহসীন সড়ক এলাকা হতে গ্রেফতার করা হয়।
১৭ মে শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া। আসামী মোহাম্মদ সাহাদাত হোসেন বাবুল হচ্ছেন শহরের কোড়ালিয়া রোডের ভাড়াটিয়া মৃত দেওয়ান মোহাম্মদ ছিদ্দিকুর রহমান ও মৃত বেগম ছালেহা আক্তারের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, মাদক ব্যবসায়ী সাহাদাতের থেকে ৩০ হাজার টাকা মূল্যের ১০ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ ৮ হাজার ৫৫০ টাকা ও আসামীর মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইলসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ইতিপূর্বেও সদর মডেল থানাসহ অন্যান্য থানায়ও বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।
পড়ুন: চাঁদপুরের শাহরাস্তিতে মানহীন পণ্যের অপরাধে বিএসটিআইয়ের অভিযানে জরিমানা
দেখুন: চাঁদপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু অ*প*হ*র*ণে*র সময় আটক
এস