১৮/০৬/২০২৫, ২৩:৫৬ অপরাহ্ণ
26.1 C
Dhaka
১৮/০৬/২০২৫, ২৩:৫৬ অপরাহ্ণ

চাঁদপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

চাঁদপুরে ৩ দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, নবম বিজ্ঞান বিষয়ক কুইজ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।

তিনি বক্তব্যে বলেন, বিজ্ঞানের মধ্যে অবদান কম থাকার কারণে বিশ্বে আমাদের দেশকে তেমন ভালো চোখে দেখে না। আমরা বিজ্ঞান চর্চাকে ভয় করি। আপনি দুর্নীতি, দখলদারী, মাদক ব্যবসা করবেন, সমাজে অনেক সসয় আপনাকে বাহাবা দিবে। কিন্তু বিজ্ঞান চর্চা করলে আপনাকে তিরস্কার করবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশকে উন্নত করতে হলে বিজ্ঞানে অবদান রাখতে হবে। আমাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে জ্ঞান চর্চা করতে হবে। পড়তে হবে, পড়া ছাড়া জ্ঞান হবে না। যতক্ষণ না বদলে যাবো, ততক্ষণ আমাদের দেশ উন্নতি হবে না।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান।

স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। অনুষ্ঠানে সঞ্চালনার ছিরেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমাইয়া ফারজানা হক।

আলোচনা শেষে সরকারি টেকনিক্যাল স্কুলে ফিতা কেটে আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। পরে তিনি মেলার স্টলগুলো পরিদর্শন করেন। তিন দিনের এ মেলায় জেলার ৫৭ শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ করে।

পড়ুন: চাঁদপুরে গরমে খাবার পানীয় নিয়ে তৃষ্ণার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবকদল

দেখুন: চাঁদপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু অ*প*হ*র*ণে*র সময় আটক

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন