১০/১১/২০২৫, ৮:০৯ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৮:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে নজর কেড়েছে শারদাঞ্জলী ফোরামের জীবন্ত মাতৃপূজা

বিজ্ঞাপন

চাঁদপুরে সনাতনী ভক্তবৃন্দের নজর কেড়েছে মানবিক সংগঠন শারদাঞ্জলী ফোরাম আয়োজিত জীবন মাতৃপূজা। ৬ষ্ঠা বারের মতো ধারাবাহিক এ পূজোতে এবার ১০ জন মাতাকে সন্তান কর্তৃক পূজো দেয়া হয়েছে। যা উপভোগ করেছে অন্তত ২শ’ সনাতনী ভক্তবৃন্দ।

১ অক্টোবর বুধবার বিকালে শারদীয় দূর্গোৎসবের মহা নবমীর দিনে শহরের পুরান বাজারস্থ মৈশাল বাড়ির দুর্গা মন্দির প্রাঙ্গনে এই মাতৃ পূজো ধর্মীয় আনুষ্ঠানিকতায় করা হয়।

এ আয়োজন প্রসঙ্গে চাঁদপুর জেলা শারদাঞ্জলী ফোরামের সভাপতি রিপন কুমার সাহা বলেন, বর্তমান অবক্ষিত সনাতনী সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি বৃদ্ধাশ্রমকে নিরোৎসাহিত করার প্রয়াস এবং ঘরে ঘরে মায়ের আচরণ দেবী সুলভ করার প্রতি গুরুত্বারোপ করেই আমরা সংগঠন থেকে এ আয়োজন করি। আর এ উদ্যোগে বরাবরই আমাদেরকে সহায়তা করে যখন যে মন্দিরে আয়োজন টা করি সে মন্ডপের পূজা উদযাপন কমিটি।

জেলা ফোরামের সভাপতি রিপন কুমার সাহা আরও বলেন, এখানে পৌরহিত্যের কাজটা এবার আমিই করেছি। মায়ের আচরণই সন্তানগন পেয়ে থাকেন। বিশেষ করে ঘরের মেয়েরা ছোট থেকেই তার নিজ গর্ভধারিনী’কে অনুসরন করেন এবং মায়ের সকল আচরনের প্রতিফলন ঘটান পরের বাড়ি তথা স্বামীর বাড়ি গিয়ে।

এমতাবস্থায় সংসারের বর্তমান চিত্রই হচ্ছে নারী কর্তৃক পুরুষ অবহেলা, মোবাইল আসক্ত, সোস্যাল মিডিয়ায় ব্লগ আসক্ত, স্বামীর রোজগারের প্রতি হিসেব না করে বেহিসেবী হয়ে পড়ার সাথে অবৈধ্য উপায়ে উপার্জনে বাধ্য করা, অকারনে গালমন্দ বা কটাক্ষ ভাষা প্রয়োগ ইত্যাদি বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করে অনুরোধ জানিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শারদাঞ্জলী ফোরামের সহ-সভাপতি অনুপ দে চাকী, সাধারন সম্পাদক সুমন অধিকারী, সাংগঠনিক সম্পাদক লক্ষ্মন সাহা, মহিলা সম্পাদিকা কৃষ্ণা নন্দীসহ অন্যান্য সারথিগন।

এদিন জীবন্ত মাতৃ পূজার সুফল অবহিত হয়ে উপস্থিত সকল মায়েরা কান্নায় ভেঙ্গে পড়েন এবং আগামিতে এমন পূজার প্রচলন ধারাবাহিক ভাবে সর্বত্র প্রচলন করার জন্য ফোরামের নেতৃবৃন্দকে অনুরোধ করেন।

পড়ুন :তারেক রহমানের নির্দেশে চাঁদপুরের কচুয়ায় পূজা মন্ডপে বিএনপি নেতা মোশাররফের অনুদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন