চাঁদপুর জেলা শহরসহ বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার দূর্গা পূজো মন্ডপ ঘুরে ঘুরে সার্বিক খোঁজ খবর নিতে ব্যস্ত সময় পার করছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলার নেতারা। এসময় তাদের সাথে জেলার যুব ঐক্য পরিষদের নেতারাও ছিলেন।
১ অক্টোবর বুধবার রাতে মন্ডপ পরিক্রমার আদ্যোপান্ত এ প্রতিবেদককে জানিয়েছেন ঐক্য পরিষদের নেতারা।
চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় ভূষণ মজুমদার বলেন, আমরা পূজোর শুরু থেকেই প্রশাসনের সাথে সমন্বয় রেখে সাংগঠনিক মনিটরিং টিম করে জেলার ২২৪টি পূজো মন্ডপের খোঁজ খবর নিচ্ছি। এক্ষেত্রে পূজো মন্ডপের সার্বিক নিরাপত্তা, ভক্তবৃন্দের আসা যাওয়ায় সতর্কতা এবং নির্বিগ্নে পূজার্চনা করার বিষয়ে মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখছি। আর এ কাজে আমাদের যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদসহ উপজেলা কমিটির নেতারা সবাই এক ও ঐক্যবদ্ধভাবে তৎপর রয়েছি।
চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয় বলেন, পূজো যতটা আনন্দের হওয়ার কথা তা যাতে অটুট থাকে সেজন্যই আমাদের এ ব্যস্ততা। কোন কুচক্রি মহল যাতে কোন উদ্দ্যেশ্যে পূজো মন্ডপ তথা এই আনন্দকে বিষাদে রূপ দিতে না পারে। সেজন্যই প্রশাসনের সাথে সমন্বয় রেখে আমরা মাঠে রয়েছি এবং পূজোর শেষ দিন পর্যন্ত আমাদের এ তৎপরতা অব্যাহত থাকবে।
এসময় চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
পড়ুন :চাঁদপুরে দেড় হাজার মুলি বাঁশ দিয়ে সাজানো হলো দূর্গাপূজোর মন্ডপ


